Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যাত্রাপুস্তক 25:4 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

4 এবং নীল, বেগুনে, লাল এবং সাদা মসীনা সূত্র ও ছাগলোম;

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

4 এবং নীল, বেগুনে, লাল এবং সাদা মসীনা সুতা ও ছাগলের লোম;

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

4 নীল, বেগুনি, ও টকটকে লাল রংয়ের সুতো এবং মিহি মসিনা; ছাগলের লোম;

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

4 নীল, বেগুনী ও লাল সুতো, ক্ষৌমবস্ত্র, ছাগলের লোম,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

4 স্বর্ণ, রৌপ্য, পিত্তল; এবং নীল, বেগুনে ও লাল, এবং সাদা মসীনা সূত্র ও ছাগলোম;

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

4 নীল, বেগুনী এবং লাল সূতো ও মসৃণ শনের কাপড় এবং ছাগলের লোম,

অধ্যায় দেখুন কপি




যাত্রাপুস্তক 25:4
8 ক্রস রেফারেন্স  

আর ইহাকে এই বর দত্ত হইল যে, সে উজ্জ্বল ও শুচি মসীনা-বস্ত্রে আপনাকে সজ্জিত করে, কারণ সেই মসীনা-বস্ত্র পবিত্রগণের ধর্মাচরণ।


আর আমি তোমাকে বিচিত্র পরিচ্ছদ পরাইলাম, তহশ চর্মের পাদুকা পরাইলাম, এবং তোমাকে মসীনা-বস্ত্রের বেষ্টনে বেষ্টিত ও পট্টবস্ত্রে আচ্ছাদিত করিলাম।


পরে ফরৌণ হস্ত হইতে নিজ অঙ্গুরীয় খুলিয়া যোষেফের হস্তে দিলেন, তাঁহাকে কার্পাসের শুভ্র বসন পরিধান করাইলেন, এবং তাঁহার কন্ঠদেশে সুবর্ণহার দিলেন।


এই সকল উপহার তাহাদের হইতে গ্রহণ করিবে- স্বর্ণ, রৌপ্য, পিত্তল,


ও পরিশোধিত মেষচর্ম, তহশ চর্ম, ও শিটীম কাষ্ঠ;


তাহারা স্বর্ণ এবং নীল, বেগুনে ও লাল এবং সাদা মসীনা সূত্র লইবে।


আর তাহারা স্বর্ণ এবং নীল, বেগুনে, লাল ও পাকান সাদা মসীনা সূত্রে শিল্পকারের কর্ম দ্বারা এফোদ প্রস্তুত করিবে।


তোমার পতাকা হইবার জন্য মিসর দেশ হইতে আনীত সূচী-কর্মে চিত্রিত মসীনা-বস্ত্র তোমার পাল ছিল; ইলীশার উপকূলসমূহ হইতে আনীত নীল ও বেগুনে বস্ত্র তোমার আচ্ছাদন ছিল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন