যাত্রাপুস্তক 25:38 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)38 আর তাহার চিমটা ও গুলতরাশ সকল নির্মল স্বর্ণ দ্বারা নির্মাণ করিতে হইবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস38 আর তার চিমটা ও সমস্ত গুলতরাশ খাঁটি সোনা দিয়ে তৈরি করতে হবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ38 এর পলতে ছাঁটার যন্ত্র ও বারকোশগুলিও খাঁটি সোনার হবে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)38 দীপাধারের চিমটা ও ছাইদান খাঁটি সোনা দিয়ে তৈরী করবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)38 আর তাহার চিমটা ও গুলতরাশ সকল নির্ম্মল স্বর্ণ দ্বারা নির্ম্মাণ করিতে হইবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল38 প্রদীপের চিমটাটিও সোনার হওয়া চাই। যে থালাটিতে দীপদানটি রাখা হবে সেটিকেও সোনার হতে হবে। অধ্যায় দেখুন |