যাত্রাপুস্তক 25:36 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)36 কলিকা ও শাখা তৎসহ অখণ্ড হইবে; সমস্তই পিটান নির্মল স্বর্ণের একই বস্তু হইবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস36 কুঁড়ি ও শাখা তৎসহ অখণ্ড হবে; সমস্ত পিটানোটাই খাঁটি সোনার একই বস্তু হবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ36 সেই দীপাধারের সাথে একই টুকরো দিয়ে সেই কুঁড়ি ও শাখাগুলিও পিটানো খাঁটি সোনা দিয়ে তৈরি করতে হবে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)36 কুঁড়ি ও শাখাগুলি কাণ্ডের সঙ্গে অখণ্ডভাবে জোড়া থাকবে। এক খণ্ড সোনার পাত দিয়ে এগুলি গড়তে হবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)36 কলিকা ও শাখা তৎসহ অখণ্ড হইবে; সমস্তই পিটান নির্ম্মল স্বর্ণের একই বস্তু হইবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল36 পুরো দীপদানটি, এবং শাখা ফুলগুলিও খাঁটি সোনার হওয়া চাই। এবং পুরোটাই একছাঁচে অর্থাৎ অখণ্ড হতে হবে। অধ্যায় দেখুন |