যাত্রাপুস্তক 25:26 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)26 আর স্বর্ণের চারিটি কড়া করিয়া চারি পায়ার চারি কোণে রাখিবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস26 আর সোনার চারটি কড়া করে চার পায়ার চার কোণে রাখবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ26 টেবিলের জন্য সোনার চারটি কড়া তৈরি কোরো ও যেখানে সেই চারটি পায়া আছে, সেই চার প্রান্তে সেগুলি বেঁধে দিয়ো। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)26 চারটি সোনার আঙটা তৈরী করে বেদীর চার কোণে চারটি পায়ার সঙ্গে জুড়ে দেবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)26 আর স্বর্ণের চারিটী কড়া করিয়া চারি পায়ার চারি কোণে রাখিবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল26 টেবিলের চার পায়ায় চারটি সোনার কড়া তৈরী করে রাখবে। অধ্যায় দেখুন |