Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যাত্রাপুস্তক 25:26 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

26 আর স্বর্ণের চারিটি কড়া করিয়া চারি পায়ার চারি কোণে রাখিবে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

26 আর সোনার চারটি কড়া করে চার পায়ার চার কোণে রাখবে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

26 টেবিলের জন্য সোনার চারটি কড়া তৈরি কোরো ও যেখানে সেই চারটি পায়া আছে, সেই চার প্রান্তে সেগুলি বেঁধে দিয়ো।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

26 চারটি সোনার আঙটা তৈরী করে বেদীর চার কোণে চারটি পায়ার সঙ্গে জুড়ে দেবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

26 আর স্বর্ণের চারিটী কড়া করিয়া চারি পায়ার চারি কোণে রাখিবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

26 টেবিলের চার পায়ায় চারটি সোনার কড়া তৈরী করে রাখবে।

অধ্যায় দেখুন কপি




যাত্রাপুস্তক 25:26
3 ক্রস রেফারেন্স  

আর তাহার চারিদিকে চারি অঙ্গুলি পরিমিত এক পার্শ্বকাষ্ঠ করিবে, এবং পার্শ্বকাষ্ঠের চারিদিকে স্বর্ণের নিকাল গড়িয়া দিবে।


মেজ বহনার্থ বহন-দণ্ডের ঘর হইবার জন্য ঐ কড়া পার্শ্বকাষ্ঠের নিকটে থাকিবে।


আর তাহার জন্য সুবর্ণের চারি কড়া ছাঁচে ঢালিয়া তাহার চারি পায়াতে দিবে; তাহার এক পার্শ্বে দুই কড়া, ও অন্য পার্শ্বে দুই কড়া থাকিবে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন