যাত্রাপুস্তক 25:25 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)25 আর তাহার চারিদিকে চারি অঙ্গুলি পরিমিত এক পার্শ্বকাষ্ঠ করিবে, এবং পার্শ্বকাষ্ঠের চারিদিকে স্বর্ণের নিকাল গড়িয়া দিবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস25 আর তার চারদিকে চার আঙ্গুল পরিমিত একটি বেড় তৈরি করবে এবং বেড়ের চারদিকে সোনার কিনারা গড়ে দেবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ25 এছাড়াও সেটির চারপাশে প্রায় 7.5 সেন্টিমিটার চওড়া চক্রবেড় তৈরি করে সেই চক্রবেড়ের উপর সোনার এক ছাঁচ রেখো। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)25 এর চারিদিকে তুমি চার আঙুল চওড়া একটি বেড় তৈরী করে দেবে এবং তার চারিধারে সোনা পটি লাগাবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)25 আর তাহার চারিদিকে চারি অঙ্গুলি পরিমিত এক পার্শ্বকাষ্ঠ করিবে, এবং পার্শ্বকাষ্ঠের চারিদিকে স্বর্ণের নিকাল গড়িয়া দিবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল25 তারপর টেবিলের চারিদিকে 1 হাত চওড়া একটি কাঠের কাঠামো তৈরী করবে এবং ঐ কাঠের কাঠামোতে সোনার নিকেল করা থাকবে। অধ্যায় দেখুন |