যাত্রাপুস্তক 25:17 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)17 পরে তুমি নির্মল স্বর্ণে আড়াই হস্ত দীর্ঘ ও দেড় হস্ত প্রস্থ পাপাবরণ প্রস্তুত করিবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস17 পরে তুমি খাঁটি সোনা দিয়ে আড়াই হাত লম্বা ও দেড় হাত চওড়া একটি গুনাহ্ আবরণ প্রস্তুত করবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ17 “খাঁটি সোনা দিয়ে প্রায় 1.1 মিটার লম্বা এবং 68 সেন্টিমিটার চওড়া একটি প্রায়শ্চিত্ত-আচ্ছাদন তৈরি কোরো। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)17 তুমি খাঁটি সোনা দিয়ে আড়াই হাত লম্বা ও দেড় হাত চওড়া একটি আবরণ তৈরী করবে। এই আবরণটি হবে পাপ আচ্ছাদক আবরণ। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)17 পরে তুমি নির্ম্মল স্বর্ণে আড়াই হস্ত দীর্ঘ ও দেড় হস্ত প্রস্থ পাপাবরণ প্রস্তুত করিবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল17 আড়াই হাত লম্বা ও দেড় হাত চওড়া একটি সোনার আচ্ছাদন তৈরী করবে। অধ্যায় দেখুন |