যাত্রাপুস্তক 25:15 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)15 সেই বহন-দণ্ড সিন্দুকের কড়াতে থাকিবে, তাহা হইতে বাহির করা যাইবে না। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস15 সেই বহন-দণ্ড সিন্দুকের কড়াতে থাকবে, তা থেকে বের করা যাবে না। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ15 এই সিন্দুকের কড়ার মধ্যে যেন সেই খুঁটিগুলি থাকে; সেগুলি সরানো যাবে না। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)15 দণ্ড দুটি সিন্দুকের আঙটায় লাগানো থাকবে, কখনও বার করা হবে না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)15 সেই বহন-দণ্ড সিন্দুকের কড়াতে থাকিবে, তাহা হইতে বহিষ্কৃত হইবে না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল15 এই দণ্ডগুলি অবশ্যই সিন্দুকটির হাতার ভেতরদিকে দৃঢ় হয়ে থাকবে এবং সেগুলো কখনও খুলে নেওয়া হবে না।” অধ্যায় দেখুন |