যাত্রাপুস্তক 24:5 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)5 আর তিনি ইস্র্রায়েল-সন্তানগণের যুবকদিগকে পাঠাইলে তাহারা সদাপ্রভুর উদ্দেশে হোমার্থক ও মঙ্গলার্থক বলিরূপে বৃষদিগকে বলিদান করিল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস5 আর তিনি বনি-ইসরাইলদের যুবকদেরকে পাঠালে তারা মাবুদের উদ্দেশে পোড়ানো-কোরবানী ও মঙ্গল-কোরবানী হিসেবে ষাঁড়গুলোকে কোরবানী করলো। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ5 পরে তিনি ইস্রায়েলী যুবকদের পাঠালেন, এবং তারা হোমবলি উৎসর্গ করল ও মঙ্গলার্থক বলিরূপে সদাপ্রভুর উদ্দেশে এঁড়ে বাছুরগুলি উৎসর্গ করল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)5 তাঁর নির্দেশে ইসরায়েলী তরুণেরা গিয়ে প্রভু পরমেশ্বরের উদ্দেশে বৃষ বলিদান করে হোম ও স্বস্ত্যয়ন করল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)5 আর তিনি ইস্রায়েল-সন্তানগণের যুবকদিগকে পাঠাইলে তাহারা সদাপ্রভুর উদ্দেশে হোমার্থক ও মঙ্গলার্থক বলিরূপে বৃষদিগকে বলিদান করিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল5 তারপর মোশি ইস্রায়েলের যুবকদের পাঠাল প্রভুর বেদীতে কিছু উৎসর্গের জন্য। এই যুবকরা হোমবলি ও মঙ্গল নৈবেদ্য স্বরূপ প্রভুর কাছে ষাঁড়গুলি উৎসর্গ করল। অধ্যায় দেখুন |