যাত্রাপুস্তক 24:13 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)13 পরে মোশি ও তাঁহার পরিচারক যিহোশূয় উঠিলেন, এবং মোশি ঈশ্বরের পর্বতে উঠিলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস13 পরে মূসা ও তাঁর পরিচারক ইউসা উঠলেন এবং মূসা আল্লাহ্র পর্বতে উঠলেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ13 তখন মোশি তাঁর সহায়ক যিহোশূয়কে সঙ্গে নিয়ে বেড়িয়ে পড়লেন, এবং মোশি ঈশ্বরের পর্বতে উঠে গেলেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)13 মোশি তাঁর সহকারী যিহোশূয়কে সঙ্গে নিয়ে ঈশ্বরের পর্বতে উঠে গেলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)13 পরে মোশি ও তাঁহার পরিচারক যিহোশূয় উঠিলেন, এবং মোশি ঈশ্বরের পর্ব্বতে উঠিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল13 তখন মোশি ও তার পরিচারক যিহোশূয় ঈশ্বরের কাছে যাওয়ার জন্য পর্বতে চড়লো। অধ্যায় দেখুন |