যাত্রাপুস্তক 22:21 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)21 তুমি বিদেশীর প্রতি অন্যায় করিও না, তাহার প্রতি উপদ্রব করিও না, কেননা মিসর দেশে তোমরাও বিদেশী ছিলে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস21 তুমি বিদেশীর প্রতি অন্যায় করো না, তার প্রতি জুলুম করো না, কেননা মিসর দেশে তোমরাও বিদেশী ছিলে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ21 “কোনও বিদেশির প্রতি মন্দ ব্যবহার বা জুলুম কোরো না, কারণ তোমরা মিশরে বিদেশিই ছিলে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)21 বিদেশীদের প্রতি তোমরা অন্যায় আচরণ করবে না, তাদের উৎপীড়ন করবে না, কারণ তোমরা নিজেরাও একদিন মিশরে বিদেশী ছিলে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)21 তুমি বিদেশীর প্রতি অন্যায় করিও না, তাহার প্রতি উপদ্রব করিও না, কেননা মিসর দেশে তোমরা বিদেশী ছিলে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল21 “মনে রাখবে তোমরা ইতিপূর্বে মিশরে বিদেশী ছিলে তাই তোমরা কোন বিদেশীকে ঠকাবে না বা আঘাত করবে না। অধ্যায় দেখুন |