যাত্রাপুস্তক 22:17 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)17 যদি সেই ব্যক্তির সহিত আপন কন্যার বিবাহ দিতে পিতা নিতান্ত অসম্মত হয়, তবে কন্যাপণের ব্যবস্থানুসারে তাহাকে রৌপ্য দিতে হইবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস17 যদি সেই ব্যক্তির সঙ্গে আপন কন্যার বিয়ে দিতে পিতা নিতান্ত অসম্মত হয় তবে বিয়ের মোহরানার ব্যবস্থা অনুসারে তাকে রূপা দিতে হবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ17 সেই কুমারীর বাবা যদি তাকে তার হাতে তুলে দিতে নিছক অস্বীকার করে, তা হলেও, তাকে কুমারীদের জন্য ধার্য কন্যাপণ দিতেই হবে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)17 যদি মেয়েটির বাবা সেই লোকের সঙ্গে মেয়ের বিবাহ দিতে অস্বীকার করে তাহলে সেই ব্যক্তি কন্যাপণের সমপরিমাণ অর্থ ক্ষতিপূরণস্বরূপ দেবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)17 যদি সেই ব্যক্তির সহিত আপন কন্যার বিবাহ দিতে পিতা নিতান্ত অসম্মত হয়, তবে কন্যাপণের ব্যবস্থানুসারে তাহাকে রৌপ্য দিতে হইবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল17 যদি তার পিতা মেয়েটিকে সেই ব্যক্তির সঙ্গে বিয়ে দিতে নাও চান তাহলেও তাকে মেয়েটির জন্য পুরো অর্থ দিতে হবে। অধ্যায় দেখুন |