যাত্রাপুস্তক 22:14 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)14 আর কেহ যদি আপন প্রতিবাসীর পশু চাহিয়া লয়, ও তাহার মালিক তাহার সহিত না থাকিবার সময়ে সেই পশু ভগ্নাঙ্গ হয় কিম্বা মরিয়া যায়, তবে সে অবশ্য ক্ষতিপূরণ করিবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস14 আর কেউ যদি তার প্রতিবেশীর পশু চেয়ে নেয় ও তার মালিক তার সঙ্গে না থাকবার সময়ে সেই পশু আহত হয় কিংবা মারা যায় তবে সে অবশ্য ক্ষতিপূরণ দেবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ14 “যদি কেউ তার প্রতিবেশীর কাছ থেকে কোনও পশু ধার নেয় এবং মালিকের অনুপস্থিতিতে সেটি আহত হয় বা মারা যায়, তবে তাকে অবশ্যই ক্ষতিপূরণ দিতে হবে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)14 কেউ যদি তার প্রতিবেশীর কাছ থেকে কোন পশু ধার নেয় এবং মালিকের অসাক্ষাতে যদি সেটি পঙ্গু হয়ে যায় বা মারা যায়, তাহলে তাকে ক্ষতিপূরণ দিতে হবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)14 আর কেহ যদি আপন প্রতিবাসীর পশু চাহিয়া লয়, ও তাহার স্বামী তাহার সহিত না থাকিবার সময়ে সে ভগ্নাঙ্গ হয় কিম্বা মরিয়া যায়, তবে সে অবশ্য ক্ষতিপূরণ করিবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল14 “যদি কোনও ব্যক্তি তার প্রতিবেশীর কাছ থেকে ধার নেয় তবে সে তার জন্য দায়ী থাকবে। যদি কোন প্রাণী আহত হয় বা মারা যায় তবে প্রতিবেশী প্রাণীর মালিককে জরিমানা দেবে। প্রতিবেশীই দায়ী কারণ মালিক সেখানে উপস্থিত ছিল না। অধ্যায় দেখুন |