যাত্রাপুস্তক 21:31 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)31 তাহার গরু যদি কাহারও পুত্রকে কি কন্যাকে শৃঙ্গাঘাত করে, তবে ঐ বিচারানুসারে তাহার প্রতি করা যাইবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস31 তার গরু যদি কারো পুত্র বা কন্যাকে শিং দিয়ে আঘাত করে তবে ঐ বিচারানুসারে তার প্রতি করা হবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ31 সেই বলদটি যদি কোনও ছেলে বা মেয়েকে ঢুঁ মারে, সেক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)31 ষাঁড়টি যদি কারও ছেলে বা মেয়েকে গুঁতোয়, তাহলে ঐ একই নীতিতে তার বিচার হবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)31 তাহার গোরু যদি কাহারও পুত্রকে কি কন্যাকে শৃঙ্গাঘাত করে, তবে ঐ বিচারানুসারে তাহার প্রতি করা যাইবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল31 “এই একই নিয়ম বলবৎ থাকবে যদি ষাঁড়টি কোনও লোকের পুত্র বা কন্যাকে হত্যা করে। অধ্যায় দেখুন |