যাত্রাপুস্তক 21:1 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)1 আর তুমি এই সকল শাসন তাহাদের সম্মুখে রাখিবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস1 তুমি এসব শাসন তাদের সম্মুখে রাখবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ1 “এগুলি সেই বিধিবিধান যা তোমাকে তাদের সামনে রাখতে হবে: অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)1 ইসরায়েলীদের মধ্যে তুমি এই বিধি প্রবর্তন করবে: অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)1 আর তুমি এই সকল শাসন তাহাদের সম্মুখে রাখিবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল1 তারপর ঈশ্বর মোশিকে বললেন, “তুমি অন্য এইসব নিয়মের কথাও লোকদের বলবে। অধ্যায় দেখুন |
রক্তপাতের বিষয়ে, ব্যবস্থা ও আজ্ঞার এবং বিধি ও শাসনের বিষয়ে যে কোন বিচার আপন আপন নগরে বাসকারী তোমাদের ভ্রাতাদের দ্বারা তোমাদের নিকটে উপস্থিত হয়, তদ্বিষয়ে তাহাদিগকে উপদেশ দিবে, পাছে তাহারা সদাপ্রভুর বিরুদ্ধে দোষী হয়, আর তোমাদের উপরে ও তোমাদের ভ্রাতাদের উপরে ক্রোধ বর্তে; ইহা করিও, তাহা হইলে তোমরা দোষী হইবে না।