Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যাত্রাপুস্তক 20:9 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

9 ছয় দিন শ্রম করিও, আপনার সমস্ত কার্য করিও;

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

9 ছয় দিন পরিশ্রম করো, তোমার সমস্ত কাজ করো;

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

9 ছয় দিন তুমি পরিশ্রম করবে ও তোমার সব কাজকর্ম করবে,

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

9 ছয় দিন তুমি পরিশ্রম করবে, তোমার যাবতীয় কাজকর্ম করবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

9 ছয় দিন শ্রম করিও, আপনার সমস্ত কার্য্য করিও;

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

9 সপ্তাহে ছয় দিন কাজ করো।

অধ্যায় দেখুন কপি




যাত্রাপুস্তক 20:9
10 ক্রস রেফারেন্স  

কিন্তু বিশ্রামবারে যীশু সুস্থ করিয়াছিলেন বলিয়া সমাজাধ্যক্ষ ক্রুদ্ধ হইল, সে উত্তর করিয়া লোকদিগকে বলিল, ছয় দিন আছে, সেই সকল দিনে কর্ম করা উচিত; অতএব ঐ সকল দিনে আসিয়া সুস্থ হইও, বিশ্রামবারে নয়।


তুমি ছয় দিন পরিশ্রম করিবে, কিন্তু সপ্তম দিনে বিশ্রাম করিবে; চাষের ও ফসল কাটিবার সময়েও বিশ্রাম করিবে।


তুমি ছয় দিন আপন কর্ম করিও, কিন্তু সপ্তম দিনে বিশ্রাম করিও; যেন তোমার গরু ও গর্দভ বিশ্রাম পায়, এবং তোমার দাসীপুত্র ও বিদেশী লোক প্রাণ জুড়ায়।


ছয় দিন কার্য করিতে হইবে, কিন্তু সপ্তম দিবসে বিশ্রামার্থক বিশ্রামপর্ব, পবিত্র সভা হইবে, তোমরা কোন কার্য করিবে না; সেই দিন তোমাদের সকল নিবাসে সদাপ্রভুর উদ্দেশে বিশ্রামদিন।


ছয় দিন কার্য করা যাইবে, কিন্তু সপ্তম দিন তোমাদের পক্ষে পবিত্র দিন হইবে; তাহা সদাপ্রভুর উদ্দেশে বিশ্রামার্থক বিশ্রামদিন হইবে। যে কেহ সেই দিনে কার্য করিবে, তাহার প্রাণদণ্ড হইবে।


তোমরা ছয় দিন তাহা কুড়াইবে, কিন্তু সপ্তম দিন বিশ্রামবার, সেই দিন তাহা মিলিবে না।


ছয় দিন কার্য করা হইবে, কিন্তু সপ্তম দিন সদাপ্রভুর উদ্দেশে বিশ্রামার্থক পবিত্র বিশ্রামদিন, সেই বিশ্রামদিনে যে কেহ কার্য করিবে, তাহার প্রাণদণ্ড অবশ্য হইবে।


তোমরা বিশ্রামদিনে আপনাদের কোন বাসস্থানে অগ্নি জ্বালাইও না।


ছয় দিন শ্রম করিও, আপনার সমস্ত কার্য করিও;


প্রভু সদাপ্রভু এই কথা কহেন, অন্তঃপ্রাঙ্গণের পূর্বাভিমুখ দ্বার কার্যের ছয় দিন বদ্ধ থাকিবে, কিন্তু বিশ্রামদিনে খোলা হইবে, এবং অমাবস্যার দিনেও খোলা হইবে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন