যাত্রাপুস্তক 2:24 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)24 আর ঈশ্বর তাহাদের আর্তস্বর শুনিলেন, এবং ঈশ্বর অব্রাহামের, ইস্হাকের ও যাকোবের সহিত কৃত আপনার নিয়ম স্মরণ করিলেন; অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস24 আর আল্লাহ্ তাদের আর্তস্বর শুনলেন এবং ইব্রাহিম, ইস্হাক ও ইয়াকুবের সঙ্গে কৃত তাঁর নিয়ম স্মরণ করলেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ24 ঈশ্বর তাদের কান্না শুনলেন এবং অব্রাহাম, ইস্হাক ও যাকোবের সঙ্গে করা তাঁর নিয়মটি তিনি স্মরণ করলেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)24 তাদের কাতরোক্তি শুনে ঈশ্বর অব্রাহাম,ইস্হাক ও যাকোবের সঙ্গে তাঁর সম্বন্ধের কথা স্মরণ করলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)24 আর ঈশ্বর তাহাদের আর্ত্তস্বর শুনিলেন, এবং ঈশ্বর অব্রাহামের, ইস্হাকের ও যাকোবের সহিত কৃত আপনার নিয়ম স্মরণ করিলেন; অধ্যায় দেখুনপবিত্র বাইবেল24 ঈশ্বর তাদের গভীর আর্তনাদ শুনলেন এবং তিনি স্মরণ করলেন সেই চুক্তির কথা যা তিনি অব্রাহাম, ইস্হাক এবং যাকোবের সঙ্গে করেছিলেন। অধ্যায় দেখুন |