যাত্রাপুস্তক 2:22 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)22 পরে ঐ স্ত্রী পুত্র প্রসব করিলেন, আর মোশি তাহার নাম গের্শোম [তত্র প্রবাসী] রাখিলেন, কেননা তিনি কহিলেন, আমি বিদেশে প্রবাসী হইয়াছি। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস22 পরে তাঁর স্ত্রী সফুরা পুত্র প্রসব করলেন আর মূসা তার নাম গের্শোম [সেখানকার প্রবাসী] রাখলেন, কেননা তিনি বললেন, আমি বিদেশে প্রবাসী হয়েছি। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ22 সিপ্পোরা এক পুত্রসন্তানের জন্ম দিলেন, ও মোশি এই বলে তার নাম দিলেন গের্শোম যে “বিদেশভূমিতে আমি এক বিদেশি হয়ে গেলাম।” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)22 সিপ্পোরার একটি পুত্র হল, মোশি বিদেশে প্রবাসী হয়েছেন বলে তার নাম রাখলেন গেরশোম (প্রবাসী)। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)22 পরে ঐ স্ত্রী পুত্র প্রসব করিলেন, আর মোশি তাহার নাম গের্শোম [তত্রপ্রবাসী] রাখিলেন, কেননা তিনি কহিলেন, আমি বিদেশে প্রবাসী হইয়াছি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল22 বিয়ের পর সিপ্পোরা একটি পুত্র সন্তানের জন্ম দিল। মোশি তার নাম দিল গের্শোম কারণ সে ছিল প্রবাসে থাকা একজন অপরিচিত ব্যক্তি। অধ্যায় দেখুন |