যাত্রাপুস্তক 19:7 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)7 তখন মোশি আসিয়া লোকদের প্রাচীনবর্গকে ডাকাইলেন ও সদাপ্রভু তাঁহাকে যাহা যাহা আজ্ঞা করিয়াছিলেন, সেই সকল কথা তাহাদের সম্মুখে প্রস্তাব করিলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস7 তখন মূসা এসে লোকদের প্রাচীন ব্যক্তিবর্গকে ডাকালেন ও মাবুদ তাঁকে যা যা হুকুম করেছিলেন, সেসব কথা তাদের সম্মুখে প্রস্তাব করলেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ7 অতএব মোশি ফিরে গেলেন এবং লোকদের প্রাচীনদের ডেকে পাঠালেন ও সদাপ্রভু তাঁকে যা যা বলার আদেশ দিয়েছিলেন সেসব কথা তাঁদের সামনে পেশ করলেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)7 মোশি ফিরে এসে ইসরায়েলী সমাজের প্রবীণ নেতাদের ডেকে একত্র করলেন এবং প্রভু পরমেশ্বরের এই নির্দেশ তাদের জানালেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)7 তখন মোশি আসিয়া লোকদের প্রাচীনবর্গকে ডাকাইলেন ও সদাপ্রভু তাঁহাকে যাহা যাহা আজ্ঞা করিয়াছিলেন, সেই সকল কথা তাহাদের সম্মুখে প্রস্তাব করিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল7 তাই মোশি আবার পর্বত থেকে নীচে নেমে এসে ইস্রায়েলের প্রবীণ লোকদের প্রভুর সমস্ত নির্দেশ জানাল। অধ্যায় দেখুন |