যাত্রাপুস্তক 19:4 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)4 আমি মিসরীয়দের প্রতি যাহা করিয়াছি, এবং যেমন ঈগল পক্ষী পক্ষ দ্বারা, তেমনি তোমাদিগকে বহিয়া আমার নিকটে আনিয়াছি, তাহা তোমরা দেখিয়াছ। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস4 আমি মিসরীয়দের প্রতি যা করেছি এবং যেমন ঈগল পাখি পাখা দ্বারা করে, তেমনি তোমাদেরকে বয়ে আমার কাছে এনেছি, তা তোমরা দেখেছো। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ4 ‘তোমরা নিজেরাই তো দেখেছ আমি মিশরের প্রতি কী করেছিলাম, এবং কীভাবে আমি তোমাদের ঈগলের ডানায় তুলে বহন করেছিলাম ও তোমাদের নিজের কাছে এনেছিলাম। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)4 মিশরীদের আমি কি দশা করেছি তা তোমরা দেখেছ। ঈগল পাখি যেমন তার শাবককে ডানায় করে বয়ে নিয়ে যায়, তেমনি আমি তোমাদের বহন করে নিজের কাছে নিয়ে এসেছি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)4 আমি মিস্রীয়দের প্রতি যাহা করিয়াছি, এবং যেমন ঈগল পক্ষী পক্ষ দ্বারা, তেমনি তোমাদিগকে বহিয়া আপনার নিকটে আনিয়াছি, তাহা তোমরা দেখিয়াছ। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল4 ‘তোমরা নিজেরাই দেখেছ আমি মিশরীয়দের কি অবস্থা করেছি। তোমরা দেখেছো আমি কিভাবে ঈগল পাখীর মতো মিশর থেকে তোমাদের বার করে আমার কাছে এখানে নিয়ে এসেছি। অধ্যায় দেখুন |