যাত্রাপুস্তক 18:4 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)4 আর একজনের নাম ইলীয়েষর [ঈশ্বর সহকারী], কেননা তিনি বলিয়াছিলেন, আমার পিতার ঈশ্বর আমার সহকারী হইয়া ফরৌণের খড়্গ হইতে আমাকে উদ্ধার করিয়াছেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস4 আর একজনের নাম ইলীয়েষর (আল্লাহ্ সহায়), কেননা তিনি বলেছিলেন, আমার পিতার আল্লাহ্ আমার সহায় হয়ে ফেরাউনের তলোয়ার থেকে আমাকে উদ্ধার করেছেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ4 আর অন্যজনের নাম রাখা হল ইলীয়েষর, কারণ তিনি বললেন, “আমার পৈত্রিক ঈশ্বর আমার সাহায্যকারী হয়েছেন; তিনি আমাকে ফরৌণের তরোয়ালের হাত থেকে রক্ষা করেছেন।” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)4 আর তাঁর পিতৃপুরুষের আরাধ্য ঈশ্বর তাঁর সহায় হয়েছিলেন এবং ফারাও-এর আক্রমণের হাত থেকে তাঁকে রক্ষা করেছিলেন বলে তিনি তাঁর আর এক পুত্রের নাম রেখেছিলেন ইলিয়েসর (ঈশ্বর আমার সহায়)। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)4 আর এক জনের নাম ইলীয়েষর [ঈশ্বর সহকারী], কেননা তিনি বলিয়াছিলেন, আমার পিতার ঈশ্বর আমার সহকারী হইয়া ফরৌণের খড়গ হইতে আমাকে উদ্ধার করিয়াছেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল4 দ্বিতীয় পুত্রের নাম ইলীয়েষর। নামকরণের কারণ হিসেবে দ্বিতীয় পুত্রের জন্মের সময় মোশি বলেছিল, “আমার পিতার ঈশ্বর, আমাকে সাহায্য করেছেন এবং ফরৌণের তরবারি থেকে রক্ষা করেছেন।” অধ্যায় দেখুন |