যাত্রাপুস্তক 17:10 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)10 পরে যিহোশূয় মোশির আজ্ঞা অনুসারে কর্ম করিলেন, অমালেকের সহিত যুদ্ধ করিলেন; এবং মোশি, হারোণ ও হূর পর্বতের শৃঙ্গে উঠিলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস10 পরে ইউসা মূসার হুকুম অনুসারে কাজ করলেন, আমালেকের সঙ্গে যুদ্ধ করলেন; আর মূসা, হারুন ও হূর পর্বতের চূড়ায় উঠলেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ10 অতএব যিহোশূয় মোশির আদেশানুসারে অমালেকীয়দের সাথে যুদ্ধ করলেন, এবং মোশি, হারোণ ও হূর পাহাড়ের উপরে চলে গেলেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)10 যিহোশূয় মোশির নির্দেশ অনুযায়ী অমালেকীদের সঙ্গে যুদ্ধ করতে লাগলেন, আর মোশি, হারোণ ও হুর পাহাড়ের চূড়ায় উঠে গেলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)10 পরে যিহোশূয় মোশির আজ্ঞানুসারে কর্ম্ম করিলেন, অমালেকের সহিত যুদ্ধ করিলেন; এবং মোশি, হারোণ ও হূর পর্ব্বতের শৃঙ্গে উঠিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল10 পরদিন যিহোশূয় মোশির আদেশ মেনে যুদ্ধ করতে গেল। একই সময়ে মোশি, হারোণ এবং হূর পাহাড়ের চূড়ায় উঠল। অধ্যায় দেখুন |