Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যাত্রাপুস্তক 16:36 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

36 এক ওমর ঐফার দশমাংশ।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

36 এক ওমর ঐফার দশমাংশ।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

36 (এক ওমর এক ঐফার এক-দশমাংশ।)

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

36 ওমের হচ্ছে এক এফার দশ ভাগের এক ভাগ।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

36 এক ওমর ঐফার দশমাংশ।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

36 (মান্না মাপা হত পোয়া হিসেবে। এক পোয়া হল 8 কাপের সমান।)

অধ্যায় দেখুন কপি




যাত্রাপুস্তক 16:36
5 ক্রস রেফারেন্স  

উহারই বিষয়ে সদাপ্রভু এই আজ্ঞা দিয়াছেন, তোমরা প্রত্যেক জন আপন আপন ভোজনশক্তি অনুসারে তাহা কুড়াও; তোমরা প্রত্যেকে আপন আপন তাম্বুতে স্থিত লোকদের সংখ্যা অনুসারে এক একজনের নিমিত্তে এক এক ওমর পরিমাণে উহা কুড়াও।


আর ভক্ষ্য-নৈবেদ্যের জন্য হিনের চতুর্থাংশ উখলিতে প্রস্তুত তৈলে মিশ্রিত ঐফার দশমাংশ সুজি দিবে।


আর সে সন্ধ্যা পর্যন্ত সেই ক্ষেত্রে কুড়াইল; পরে সে আপনার কুড়ান শস্য মাড়িলে প্রায় এক ঐফা যব হইল।


ঐফার ও বাতের একই পরিমাণ হইবে; বাৎ হোমরের দশমাংশ, ঐফাও হোমরের দশমাংশ, এই উভয়ের পরিমাণ হোমরের অনুরূপ হইবে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন