যাত্রাপুস্তক 15:5 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)5 জলরাশি তাহাদিগকে আচ্ছাদন করিল; তাহারা অগাধ জলে প্রস্তরবৎ তলাইয়া গেল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস5 পানির রাশি তাদেরকে আচ্ছাদন করলো; তারা অগাধ পানিতে পাথরের মত তলিয়ে গেল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ5 গভীর জলরাশি তাদের ঢেকে দিল; এক পাথরের মতো তারা গভীরে তলিয়ে গেল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)5 অতল জলধি তাদের করল গ্রাস, প্রস্তরখণ্ডের মতই তলিয়ে গেল তারা অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)5 জলরাশি তাহাদিগকে আচ্ছাদন করিল; তাহারা অগাধ জলে প্রস্তরবৎ তলাইয়া গেল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল5 জলের গভীরে তারা তলিয়ে গেছে। পাথরের মতো তারা জলে ডুবে গেছে। অধ্যায় দেখুন |