যাত্রাপুস্তক 12:8 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)8 পরে সেই রাত্রিতে তাহার মাংস ভোজন করিবে; অগ্নিতে দগ্ধ করিয়া তাড়ীশুন্য রুটি ও তিক্ত শাকের সহিত তাহা ভোজন করিবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস8 পরে সেই রাতে তার গোশ্ত ভোজন করবে; আগুনে সেঁকে খামিহীন রুটি ও তিক্ত শাকের সঙ্গে তা ভোজন করবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ8 সেরাতেই আগুনে ঝলসে সেই মাংস তাদের তেতো শাক ও খামিরবিহীন রুটির সাথে খেতে হবে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)8 সেই রাত্রে তারা সেই মাংস আগুনে ঝলসে খামিরবিহীন রুটি ও তেতো শাকের সঙ্গে খাবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)8 পরে সেই রাত্রিতে তাহার মাংস ভোজন করিবে; অগ্নিতে দগ্ধ করিয়া তাড়ীশূন্য রুটী ও তিক্ত শাকের সহিত তাহা ভোজন করিবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল8 “এই দিন রাতে তোমরা মেষটিকে পুড়িয়ে তার মাংস খাবে। তোমরা তেঁতো শাক ও খামিরবিহীন রুটিও খাবে। অধ্যায় দেখুন |