যাত্রাপুস্তক 12:34 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)34 তাহাতে ময়দার তালে তাড়ী মিশাইবার পূর্বে লোকেরা তাহা লইয়া কাঠুয়া সকল আপন আপন বস্ত্রে বাঁধিয়া স্কন্ধে লইল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস34 তাতে ময়দার তালে খামি মেশাবার আগে লোকেরা পাত্রসহ ময়দার তাল নিজ নিজ কাপড়ে বেঁধে কাঁধে নিল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ34 অতএব লোকেরা খামির মেশানোর আগেই তাদের আটার তালগুলি তুলে নিল, এবং কাপড়ে মুড়ে সেগুলি কেঠোয় রেখে কাঁধে তুলে নিল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)34 ইসরায়েলীরা তখন ময়দায় খামির না মিশিয়েই ময়দা শুদ্ধ বাসন চাদরে জড়িয়ে কাঁধে তুলে নিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)34 তাহাতে ময়দার তালে তাড়ী মিশাইবার পূর্ব্বে লোকেরা তাহা লইয়া কাঠুয়া সকল আপন আপন বস্ত্রে বাঁধিয়া স্কন্ধে করিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল34 ইস্রায়েলীয়রা তাদের রুটিতে খামির দেবার সময় পেল না। তারা ভিজে ময়দার তালের পাত্র কাপড়ে জড়িয়ে কাঁধে বয়ে নিয়ে চলল। অধ্যায় দেখুন |