Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যাত্রাপুস্তক 12:1 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

1 আর মিসর দেশে সদাপ্রভু মোশি ও হারোণকে কহিলেন,

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

1 আর মাবুদ মিসর দেশে মূসা ও হারুনকে বললেন,

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

1 মিশরে সদাপ্রভু মোশি ও হারোণকে বললেন,

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

1 প্রভু পরমেশ্বর মোশি ও হারোণকে বললেন,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

1 আর মিসর দেশে সদাপ্রভু মোশি ও হারোণকে কহিলেন,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

1 মোশি ও হারোণ মিশরে থাকার সময় প্রভু তাদের বললেন,

অধ্যায় দেখুন কপি




যাত্রাপুস্তক 12:1
17 ক্রস রেফারেন্স  

দুই দিন পরে নিস্তারপর্ব ও তাড়ীশুন্য রুটির পর্ব; এমন সময়ে প্রধান যাজকগণ ও অধ্যাপকেরা, কিরূপে তাঁহাকে কৌশলে ধরিয়া বধ করিতে পারে, তাহারই চেষ্টা করিতেছিল।


তখন তাড়ীশুন্য রুটির পর্ব, যাহাকে নিস্তারপর্ব বলে, নিকটবর্তী হইতেছিল;


তিনি তাহাকে ধরিয়া কারাগারে রাখিলেন, এবং তাঁহাকে পাহারা দিবার জন্য চারি জনে দল, এমন চারি দল সেনার নিকটে সমর্পণ করিলেন; মনে করিলেন, নিস্তারপর্বের পরে তাঁহাকে লোকদের কাছে আনিয়া উপস্থিত করিবেন।


ফলে মোশি ও হারোণ ফরৌণের সাক্ষাতে এই সকল অদ্ভুত কর্ম করিয়াছিলেন; আর সদাপ্রভু ফরৌণের হৃদয় কঠিন করিলেন, আর তিনি আপন দেশ হইতে ইস্রায়েল-সন্তানদিগকে ছাড়িয়া দিলেন না।


এই মাস তোমাদের আদি মাস হইবে; বৎসরের সকল মাসের মধ্যে প্রথম হইবে।


তাহাতে তাহারা প্রথম মাসের চতুর্দশ দিবসে সন্ধ্যাকালে সীনয় প্রান্তরে নিস্তারপর্ব পালন করিল; সদাপ্রভু মোশিকে যে সমস্ত আজ্ঞা করিয়াছিলেন, তদনুসারেই ইস্রায়েল-সন্তানগণ করিল।


আর প্রথম মাসের চতুর্দশ দিবসে সদাপ্রভুর নিস্তারপর্ব।


পরে ঈশ্বরের একজন লোক এলির নিকটে আসিয়া কহিলেন, সদাপ্রভু এই কথা কহেন, যে সময়ে তোমার পিতার কুল মিসরে ফরৌণ-কুলের অধীন ছিল, তখন আমি না প্রত্যক্ষরূপে তাহাদিগকে দর্শন দিয়াছিলাম?


ঐ সময়ে উপস্থিত ইস্রায়েল-সন্তানগণ নিস্তারপর্ব, এবং সাত দিন তাড়ীশূন্য রুটির উৎসব পালন করিল।


প্রথম মাসের চতুর্থ দিবসে তোমাদের নিস্তারপর্ব হইবে, তাহা সাত দিনের উৎসব; তাড়ীশূন্য রুটি খাইতে হইবে।


অতএব এখন সেই ব্যক্তির স্ত্রী তাহাকে ফিরাইয়া দেও, কেননা সে ভাববাদী; আর সে তোমার জন্য প্রার্থনা করিবে, তাহাতে তুমি বাঁচিবে; কিন্তু যদি তাহাকে ফিরাইয়া না দেও, তবে জানিও, তুমি ও তোমার সকলে নিশ্চয়ই মরিবে।


তুমি লোকদের কর্ণগোচরে বল, আর প্রত্যেক পুরুষ আপন আপন প্রতিবাসী হইতে ও প্রত্যেক স্ত্রী আপন আপন প্রতিবাসিনী হইতে রৌপ্যালংকার ও স্বর্ণালংকার চাহিয়া লউক।


তোমরা প্রথম মাসের চতুর্দশ দিনের সন্ধ্যাকাল হইতে একবিংশ দিনের সন্ধ্যাকাল পর্যন্ত তাড়ীশুন্য রুটি ভোজন করিও।


আর সদাপ্রভু মোশিকে কহিলেন,


তুমি প্রথম মাসের প্রথম দিনে সমাগম-তাম্বুরূপ আবাস স্থাপন করিবে।


ইস্রায়েল-সন্তানগণ যথাসময়ে নিস্তারপর্ব পালন করুক।


এই মাসের চতুর্দশ দিবসের সন্ধ্যাকালে যথাসময়ে তোমরা তাহা পালন করিও, পর্বের সমস্ত বিধি ও শাসন অনুসারে তাহা পালন করিবে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন