যাত্রাপুস্তক 10:22 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)22 পরে মোশি আকাশের দিকে হস্ত বিস্তার করিলে তিন দিন পর্যন্ত সমস্ত মিসর দেশে গাঢ় অন্ধকার হইল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস22 পরে মূসা আসমানের দিকে হাত বাড়িয়ে দিলেন; তাতে তিন দিন পর্যন্ত সমস্ত মিসর দেশ গাঢ় অন্ধকারে ডুবে রইলো। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ22 অতএব মোশি আকাশের দিকে তাঁর হাত প্রসারিত করলেন, এবং সমগ্র মিশর দেশ তিনদিনের জন্য অন্ধকারে ঢেকে গেল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)22 মোশি আকাশের দিকে হাত বাড়ালেন, আর সমগ্র মিশর দেশ তিন দিন গাঢ় অন্ধকারে আচ্ছন্ন হয়ে রইল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)22 পরে মোশি আকাশের দিকে হস্ত বিস্তার করিলে তিন দিন পর্য্যন্ত সমস্ত মিসর দেশে গাঢ় অন্ধকার হইল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল22 তাই মোশি আকাশের দিকে হাত তুলল, তখন কালো মেঘ এসে মিশরকে ঢেকে ফেলল। তিন দিন ধরে এই অন্ধকার রইল। অধ্যায় দেখুন |