যাকোব 5:2 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)2 তোমাদের ধন পচিয়া গিয়াছে, ও তোমাদের বস্ত্র সকল কীট-ভক্ষিত হইয়াছে; তোমাদের স্বর্ণ ও রৌপ্য কলঙ্কিত হইয়াছে; অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস2 তোমাদের ধন নষ্ট হয়ে গেছে ও তোমাদের কাপড়গুলো পোকায় কেটেছে; তোমাদের সোনা ও রূপায় মরিচা ধরেছে; অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ2 তোমাদের ধনসম্পদ পচে যাচ্ছে ও জামাকাপড় পোকায় খেয়ে নিচ্ছে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)2 তোমাদের ধনসম্পদ পচন ধরেছে। তোমাদের পোষাক পরিচ্ছদ পোকায় কেটেছে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)2 তোমাদের ধন পচিয়া গিয়াছে, ও তোমাদের বস্ত্র সকল কীট-ভক্ষিত হইয়াছে; অধ্যায় দেখুনপবিত্র বাইবেল2 তোমাদের ধন পচে যাবে, তার কোন মূল্যই থাকবে না। তোমাদের পোশাক পোকায় কাটবে, তোমাদের সোনা ও রূপোয় মরচে ধরবে। সেই মরচে প্রমাণ করবে যে তোমরা অন্যায় করেছ। অধ্যায় দেখুন |