যাকোব 4:9 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)9 তাপিত ও শোকার্ত হও, এবং রোদন কর; তোমাদের হাস্য শোকে, এবং আনন্দ বিষাদে পরিণত হউক। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস9 মাতম কর ও শোকার্ত হও এবং কাঁদ; তোমাদের হাসি শোকে এবং আনন্দ বিষাদে পরিণত হোক। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ9 তোমরা দুঃখকাতর হও, শোক ও বিলাপ করো। তোমাদের হাসিকে কান্নায় ও আনন্দকে বিষাদে পরিবর্তন করো। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)9 তোমরা পাপের জন্য অনুশোচনা কর, শোক ও বিলাপ কর। তোমাদের হাসি পরিণত হোক কান্নায় এবং আনন্দ পরিণত হোক বিষাদে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)9 তাপিত ও শোকার্ত্ত হও, এবং রোদন কর; তোমাদের হাস্য শোকে, এবং আনন্দ বিষাদে পরিণত হউক। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল9 তোমরা শোক কর, দুঃখে ভেঙে পড় ও কাঁদ, তোমাদের হাসি কান্নায় পরিণত হোক্, আর আনন্দ, বিষাদে পরিণত হোক্। অধ্যায় দেখুন |