যাকোব 3:3 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)3 অশ্বেরা যেন আমাদের বাধ্য হয়, সেইজন্য আমরা যদি তাহাদের মুখে বল্গা দিই, তবে তাহাদের সমস্ত শরীরও ফিরাই। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস3 ঘোড়াগুলোকে বাধ্য রাখতে আমরা যদি তাদের মুখে বল্গা দিই, তবে তাদের সমস্ত শরীরও ইচ্ছামত ঘুরাতে পারি। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ3 ঘোড়াকে বশে রাখার জন্য যখন আমরা তাদের মুখে লাগাম পরাই, তখন আমরা তার সমস্ত শরীরকেও নিয়ন্ত্রণ করতে পারি। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)3 ঘোড়াকে বশে আনতে হলে আমরা তার মুখে লাগাম পরাই, তখন তাকে আমরা ইচ্ছামত ঘোরাতে ফেরাতে পারি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)3 অশ্বেরা যেন আমাদের বাধ্য হয়, সেই জন্য আমরা যদি তাহাদের মুখে বল্গা দিই, তবে তাহাদের সমস্ত শরীরও ফিরাই। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল3 ঘোড়াদের বশে রাখার জন্য, আমরা তাদের মুখে বলগা দিই এবং তার ফলে তাদের সমস্ত দেহকে আমরা আমাদের পছন্দমত যে কোনও দিকে পরিচালিত করতে পারি। অধ্যায় দেখুন |