যাকোব 1:22 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)22 আর বাক্যের কার্যকারী হও, আপনাদিগকে ভুলাইয়া শ্রোতামাত্র হইও না। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস22 আর কালামের কার্যকারী হও, নিজদেরকে ভুলিয়ে শ্রোতামাত্র হয়ো না। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ22 বাক্যের কেবল শ্রোতা হোয়ো না ও নিজেদের প্রতারিত কোরো না। বাক্য যা বলে, তা করো। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)22 সেই বাণীর শ্রোতামাত্র হয়ে তোমরা আত্ম-প্রতারণা করো না এবং তোমাদের জীবনাচরণে তাকে প্রকাশ কর। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)22 আর বাক্যের কার্য্যকারী হও, আপনাদিগকে ভুলাইয়া শ্রোতামাত্র হইও না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল22 ঈশ্বরের বাক্য অনুসারে কাজ কর। শুনে কিছু না করে বসে থাকলে চলবে না। শুধুমাত্র ঈশ্বরের বাক্যের শ্রোতা হয়ে নিজেকে ঠকিও না। অধ্যায় দেখুন |