মীখা 7:8 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)8 হে আমার বিদ্বেষিণী, আমার বিরুদ্ধে আনন্দ করিও না; পতিত হইলেও আমি উঠিব, অন্ধকারে বসিলেও সদাপ্রভু আমার আলোকস্বরূপ হইবেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস8 হে আমার বিদ্বেষিণী, আমার বিরুদ্ধে আনন্দ করো না; পড়ে গেলেও আমি উঠবো, অন্ধকারে বসে থাকলেও মাবুদ হবেন আমার আলো। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ8 হে আমার শত্রু, আমাকে নিয়ে খুশি হোয়ো না! আমি পড়ে গেলেও, আমি আবার উঠব। যদি আমি অন্ধকারেও বসি, সদাপ্রভু আমার জ্যোতি হবেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)8 হে আমার বৈরী, আমার বিপক্ষে করো না উল্লাস, আমার পতন হলেও আমি উঠে দাঁড়াব, অন্ধকারে বাস করলেও প্রভুই হবেন আমার আলোক। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)8 হে আমার বিদ্বেষিণি, আমার বিরুদ্ধে আনন্দ করিও না; পতিত হইলেও আমি উঠিব, অন্ধকারে বসিলেও সদাপ্রভু আমার আলোকস্বরূপ হইবেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল8 আমার পতন হয়েছে কিন্তু শত্রু আমাকে নিয়ে উপহাস করো না! আমি আবার উঠবো। এখন আমি অন্ধকারে বসে আছি। কিন্তু প্রভু আমার জন্য আলোকস্বরূপ হবেন। অধ্যায় দেখুন |