মীখা 7:13 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)13 তথাপি অধিবাসিগণের দোষে, তাহাদের কর্মকাণ্ডের ফলরূপে, দেশ ধ্বংসস্থান হইয়া যাইবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস13 তবুও অধিবাসীদের দোষে, তাদের কর্মকাণ্ডের ফল হিসেবে, দেশ ধ্বংসস্থান হয়ে যাবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ13 পৃথিবীর বাসিন্দাদের কাজের ফলে পৃথিবী জনশূন্য হবে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)13 কিন্তু তোমার অধিবাসীদের দোষে এবং তাদের কর্মফলে পৃথিবী হবে মরুভূমি সদৃশ। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)13 তথাপি অধিবাসিগণের দোষে, তাহাদের কর্ম্মকাণ্ডের ফলরূপে, দেশ ধ্বংসস্থান হইয়া যাইবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল13 দেশের অধিবাসীরা দেশে বাস করে তাদের মন্দ কাজের দ্বারা দেশ ধ্বংস করছে। অধ্যায় দেখুন |