মীখা 6:9 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)9 সদাপ্রভুর রব নগরকে আহ্বান করিতেছে; আর প্রজ্ঞাবান তোমার নামের প্রতি দৃষ্টিপাত করিবে; তোমরা দণ্ড ও তন্নিরূপণকারীকে মান। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস9 মাবুদের কণ্ঠস্বর নগরকে আহ্বান করছেন; তোমার নামকে ভয় করা প্রজ্ঞার বিষয়; হে বংশ সকল ও নগরের সমবেত লোকবৃন্দ শোন! অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ9 শোনো! সদাপ্রভু নগরের লোকদের ডাকছেন, আর তোমার নামের ভয় করা হল প্রজ্ঞা, “শাস্তির লাঠি এবং সেটিকে যিনি নিযুক্ত করেছেন তাঁর দিকে মনোযোগ দাও! অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)9 প্রভু পরমেশ্বরের প্রতি সম্ভ্রমেই প্রকৃত প্রজ্ঞার উন্মেষ। নগরে ধ্বনিত হচ্ছে প্রভুর কণ্ঠ: ‘হে সমবেত নাগরিকবৃন্দ, তোমরা শোন, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)9 সদাপ্রভুর রব নগরকে আহ্বান করিতেছে; আর প্রজ্ঞাবান্ তোমার নামের প্রতি দৃষ্টিপাত করিবে; তোমরা দণ্ড ও তন্নিরূপণকারিকে মান। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল9 প্রভুর রব শহরকে ডাক দিল। “জ্ঞানী ব্যক্তিরা প্রভুর নামকে সম্মান করে। তাই, শাস্তির দণ্ডের প্রতি এবং যিনি দণ্ডটি ধরে থাকেন তাঁর প্রতি মনোযোগ দাও। অধ্যায় দেখুন |