মীখা 4:9 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)9 তুমি এখন কেন ঘোর চিৎকার করিতেছ? তোমার মধ্যে কি রাজা নাই? তোমার মন্ত্রী কি বিনষ্ট হইল? তাই বলিয়া কি স্ত্রীর প্রসব-বেদনার ন্যায় বেদনা তোমাকে ধরিয়াছে? অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস9 তুমি এখন কেন ঘোর চিৎকার করছো? তোমার মধ্যে কি বাদশাহ্ নেই? তোমার মন্ত্রী কি বিনষ্ট হল? তাই বলে কি স্ত্রীর প্রসব-বেদনার মত বেদনা তোমাকে ধরেছে? অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ9 কেন তুমি এখন জোরে জোরে কাঁদছ? তোমার কি রাজা নেই? তোমার শাসক কি ধ্বংস হয়ে গেছে, সেইজন্য কি প্রসব ব্যথায় কষ্ট পাওয়া মহিলার মতো ব্যথা তোমাকে ধরেছে? অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)9 কিন্তু এখন তোমরা আর্তনাদ করছ কেন? তোমাদের কি রাজা নেই? মারা গেছে কি তোমাদের মন্ত্রীগণ? সেই জন্যই কি তোমরা প্রসববেদনাতুরা নারীর মত কাতর হয়েছ? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)9 তুমি এখন কেন ঘোর চীৎকার করিতেছ? তোমার মধ্যে কি রাজা নাই? তোমার মন্ত্রী কি বিনষ্ট হইল? তাই বলিয়া কি স্ত্রীর প্রসব-বেদনার ন্যায় বেদনা তোমাকে ধরিয়াছে? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল9 এখন, কেন তোমরা উচ্চস্বরে কাঁদছো? তোমাদের রাজা কি চলে গেছেন? তোমরা কি তোমাদের নেতাকে হারিয়েছো? তোমরা প্রসবকারী স্ত্রীলোকের মতো যন্ত্রনা পাচ্ছ। অধ্যায় দেখুন |