মীখা 3:12 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)12 এই জন্য তোমাদের নিমিত্ত সিয়োন ক্ষেত্রের ন্যায় কর্ষিত হইবে, ও যিরূশালেম ধ্বংসস্তুপ হইয়া যাইবে, এবং গৃহের পর্বত বনস্থ উচ্চস্থলীর সমান হইবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস12 এজন্য তোমাদের নিমিত্ত সিয়োন ক্ষেতের মত কর্ষিত হবে ও জেরুশালেম ধ্বংসস্তূপ হয়ে যাবে এবং এবাদতখানার পর্বত বনের উচ্চস্থলীর সমান হবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ12 সেই কারণেই তোমাদের জন্য, সিয়োনকে মাঠের মতো চাষ করা হবে, জেরুশালেম এক ধ্বংসস্তূপে পরিণত হবে, মন্দিরের পাহাড় কাঁটাঝোপে ঢাকা পড়বে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)12 সুতরাং তোমাদের জন্যই সিয়োনকে চষে ফেলা হবে ক্ষেতের মত, জেরুশালেম পরিণত হবে ধ্বংসস্তূপে,যে পর্বতে মন্দির রয়েছে, সেটি হবে অরণ্যের মাঝে একটি টিলার মত। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)12 এই জন্য তোমাদের নিমিত্ত সিয়োন ক্ষেত্রের ন্যায় কর্ষিত হইবে, ও যিরূশালেম কাঁথড়ার ঢিবী হইয়া যাইবে, এবং গৃহের পর্ব্বত বনস্থ উচ্চস্থলীর সমান হইবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল12 নেতারা, তোমাদের জন্যই সিয়োন ধ্বংস হবে। জায়গাটা লাঙল চাষা মাঠে পরিণত হবে। জেরুশালেম পাথরের স্তূপে পরিণত হবে। যে পর্বতে মন্দির ছিল সেটা কেবল ঝোপ জঙ্গলে ভরে যাবে। অধ্যায় দেখুন |
এই জন্য সদাপ্রভু, বাহিনীগণের ঈশ্বর, ইস্রায়েলের ঈশ্বর, এই কথা বলেন, দেখ, আমি যিহূদার বিপরীতে ও যিরূশালেম-নিবাসী সকলের বিপরীতে যে সকল অমঙ্গলের কথা বলিয়াছি, সেই সমস্ত তাহাদের প্রতি ঘটাইব; কারণ আমি তাহাদের কাছে কথা বলিয়াছি, কিন্তু তাহারা শুনে নাই, এবং তাহাদিগকে আহ্বান করিয়াছি, কিন্তু তাহারা উত্তর দেয় নাই।