মীখা 2:5 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)5 এই জন্য গুলিবাঁটক্রমে মানরজ্জু ক্ষেপণ করিতে সদাপ্রভুর সমাজে তোমার কেহ থাকিবে না। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস5 এজন্য গুলিবাঁট দ্বারা জমি ভাগ করতে মাবুদের সমাজে তোমার কেউ থাকবে না। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ5 সেইজন্য গুটিকাপাত করে ভাগ করার জন্য তোমরা কেউ সদাপ্রভুর লোকেদের সঙ্গে থাকবে না। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)5 তাই প্রভু পরমেশ্বরের প্রজাবৃন্দের হাতে এই বাসভূমি যেদিন ফিরিয়ে দেবার সময় হবে, সেদিন এই ভূমির ভাগ নেবার জন্য তোমরা কেউ আর থাকবে না সেখানে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)5 এই জন্য গুলিবাঁটক্রমে মানরজ্জু ক্ষেপণ করিতে সদাপ্রভুর সমাজে তোমার কেহ থাকিবে না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল5 সেজন্য আমরা আর জমি জরিপ করতে এবং তা প্রভুর লোকেদের মধ্যে ভাগ করে দিতে পারব না।’” অধ্যায় দেখুন |