মীখা 1:12 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)12 মারোৎ-নিবাসিনী মঙ্গলের আকাঙ্ক্ষায় অতিশয় পীড়িতা, কেননা যিরূশালেমের দ্বার পর্যন্ত সদাপ্রভু হইতে অমঙ্গল উপস্থিত। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস12 মারোৎ-নিবাসীনী মঙ্গলের আকাঙক্ষায় অতিশয় পীড়িতা, কেননা জেরুশালেমের দ্বার পর্যন্ত মাবুদের কাছ থেকে অমঙ্গল উপস্থিত হয়েছে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ12 যারা মারোতে বাস করে তারা ব্যাকুল হয়ে, রেহাই পাবার জন্য অপেক্ষা করছে, কারণ সদাপ্রভুর কাছে থেকে বিপদ এসে গেছে, এমনকি জেরুশালেমের দ্বার পর্যন্ত পৌঁছেছে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)12 মারোৎবাসীরা স্বস্তির জন্য লালায়িত, কারণ প্রভুর নির্দেশে অমঙ্গল নেমে এসেছে তাদের উপর, জেরুশালেমের তোরণ পর্যন্ত বিস্তৃত হয়েছে সেই অমঙ্গল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)12 মারোৎ-নিবাসিনী মঙ্গলের আকাঙ্ক্ষায় অতিশয় পীড়িতা, কেননা যিরূশালেমের দ্বার পর্য্যন্ত সদাপ্রভু হইতে অমঙ্গল উপস্থিত। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল12 ভালো খবর আসবার অপেক্ষায় থেকে মরোতের লোকেরা দুর্বল হয়ে গিয়েছিল। কিন্তু কেন? কারণ ঈশ্বরের, কাছে থেকে জেরুশালেম শহরের দরজায় কিছু খারাপ জিনিস নেমে আসছে। অধ্যায় দেখুন |