Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




মীখা 1:11 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

11 হে শাফীর-নিবাসিনি, তুমি নগ্না ও লজ্জিতা হইয়া চলিয়া যাও; সানন-নিবাসিনী বাহিরে যাইতে পারে না; বৈৎ-এৎসলের বিলাপ তোমাদের হইতে তাহার অবলম্বন হরণ করিবে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

11 এহুদার বাদশাহ্‌ যোথম, আহস ও হিষ্কিয়ের সময়ে মাবুদের এই কালাম মোরেষ্টীয় মিকাহ্‌র উপর নাজেল হল; তিনি সামেরিয়া ও জেরুশালেমের বিষয় এই দর্শন পেলেন। হে শাফীর-নিবাসীনী, তুমি উলঙ্গ ও লজ্জিত হয়ে চলে যাও; সানন-নিবাসীনী বাইরে যেতে পারে না; বৈৎ-এৎসলের মাতম তোমাদের থেকে তার অবলম্বন হরণ করবে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

11 হে শাফীরের বাসকারী লোকেরা, তোমরা উলঙ্গ ও লজ্জিত হয়ে চলে যাও। যারা সাননে বাস করে তারা বের হয়ে আসতে পারবে না। বেথ-এৎসল শোক করছে; সে আর তোমাদের পক্ষে দাঁড়াবে না।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

11 হে শফির নিবাসী লোকেরা, বসনভূষণহীন হয়ে লজ্জায় আনত শিরে তোমাদের যেতে হবে নির্বাসনে। সাননের অধিবাসীরা, তোমরা শহরের বাইরে বেরিও না, বেৎ-এৎসলের মানুষের হাহাকার ধ্বনি শোন, জেনো, সেখানেও কোন আশ্রয় নেই।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

11 হে শাফীর-নিবাসিনি, তুমি নগ্না ও লজ্জিতা হইয়া চলিয়া যাও; সানন-নিবাসিনী বাহিরে যাইতে পারে না; বৈৎ-এৎসলের বিলাপ তোমাদের হইতে তাহার অবলম্বন হরণ করিবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

11 শাফীরে বসবাসকারী তোমরা নগ্ন ও লজ্জিত অবস্থায় রাস্তা পার হও। সাননে বসবাসকারী লোকেরা বাইরে আসবে না। বৈৎ‌-এৎ‌সলের শোক বিগ্রহ তোমাদের কাছ থেকে তার সম্মান নিয়ে নেবে।

অধ্যায় দেখুন কপি




মীখা 1:11
12 ক্রস রেফারেন্স  

সেইরূপ অশূর-রাজ মিসরের লজ্জার জন্য আবালবৃদ্ধ-মিসরীয়-বন্দি ও কূশীয় নির্বাসিত লোকদিগকে বিবস্ত্র, শূন্যপদ ও অনাবৃত-নিতম্ব করিয়া চালাইবে।


বাহিনীগণের সদাপ্রভু বলেন, দেখ, আমি তোমার বিপক্ষ, আমি তোমার বস্ত্রের অঞ্চল তুলিয়া তোমার মুখের উপরে টানিয়া দিব, জাতিগণকে তোমার উলঙ্গতা ও নানা রাজ্যের লোকদিগকে তোমার লজ্জা দেখাইব।


এই জন্য আমি বিলাপ ও হাহাকার করিব, আমি হৃতবস্ত্র ও উলঙ্গ হইয়া বেড়াইব, আমি শৃগালের ন্যায় বিলাপ করিব, উষ্ট্রপক্ষিণীর ন্যায় শোকধ্বনি করিব।


তাহারা তোমার প্রতি দ্বেষ করিবে, ও তোমার সমস্ত শ্রমফল হরণ করিবে, এবং তোমাকে উলঙ্গিনী ও বিবস্ত্রা করিয়া পরিত্যাগ করিবে, তাহাতে তোমার ব্যভিচার-ঘটিত উলঙ্গতা, তোমার কুকর্ম ও তোমার বেশ্যাক্রিয়া, অনাবৃত হইবে।


দেখ, আমি তোমার সেই সমস্ত প্রেমিককে একত্র করিব, যাহাদের সঙ্গে তুমি রমণ করিয়াছ, এবং যাহাদিগকে তুমি প্রেম করিয়াছ, ও যাহাদিগকে দ্বেষ করিয়াছ; তোমার বিরুদ্ধে চারিদিক হইতে তাহাদিগকে একত্র করিব, পরে তাহাদের সম্মুখে তোমার উলঙ্গতা অনাবৃত করিব, তাহাতে তাহারা তোমার সমস্ত উলঙ্গতা দেখিবে।


মোয়াবকে পক্ষযুগল দেও, যেন সে উড়িয়া পলাইয়া যায়; তাহার নগর সকল ধ্বংস হইবে, তন্মধ্যে বাসকারী কেহ থাকিবে না।


‘পলায়ন কর, আপন আপন প্রাণ রক্ষা কর, প্রান্তরস্থ ঝাউ গাছের ন্যায় হও।’


আর যদি তুমি মনে মনে বল, আমার এমন দশা কেন ঘটিল? তোমার অপরাধের বাহুল্যে তোমার পরিচ্ছদের অন্ত তুলিয়া দেওয়া হইল, তোমার পাদমূলের প্রতি অত্যাচার করা হইল।


যেমন ভ্রমণকারী পক্ষিগণ, যেমন বিক্ষিপ্ত বাসা, মোয়াব-কন্যাগণ অর্ণোনের ঘাট সমূহে তদ্রূপ হইবে।


সনান, হদাশা, মিগ্দল্‌-গাদ,


তখন তোমরা আমার পর্বতগণের উপত্যকা দিয়া পলায়ন করিবে; কেননা পর্বতগণের সেই উপত্যকা আৎসল পর্যন্ত যাইবে; হাঁ, তোমরা পলায়ন করিবে, যেমন যিহূদা-রাজ উষিয়ের সময়ে ভূমিকমেপর সম্মুখ হইতে পলায়ন করিয়াছিলে; আর আমার ঈশ্বর সদাপ্রভু আসিবেন, তোমার সঙ্গে পবিত্রগণ সকলেই আসিবেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন