Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




মীখা 1:10 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

10 তোমরা গাতে এই কথা জ্ঞাত করিও না, একেবারে রোদন করিও না, বৈৎ-লি-অফ্রায় আমি ধূলিতে গড়াগড়ি দিয়াছি।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

10 তোমরা গাতে এই কথা জানিয়ো না, একটুও কান্নাকাটি করো না, বৈৎ-লি-অফ্রায় আমি ধূলিতে গড়াগড়ি দিয়েছি।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

10 গাতে এই কথা জানিও না, একটুও কান্নাকাটি করো না। বেথ-লি-অফ্রাতে ধুলোয় গড়াগড়ি দাও।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

10 গাত শহরে শত্রুদের কাছে প্রকাশ করো না আমাদের শোচনীয় পরাজয়ের কথা, ওদের সামনে করো না অশ্রুপাত, বেৎ-লে-অফ্রায় তোমরা ধূলায় গড়াগড়ি দাও।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

10 তোমার গাতে এ কথা জ্ঞাত করিও না, একেবারে রোদন করিও না, বৈৎ-লি-অফ্রায় আমি ধূলিতে গড়াগড়ি দিয়াছি।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

10 একথা গাতে বোলো না। আক্কোতে কেঁদো না। বৈৎ‌-লি-অফ্রার ধূলোয় নিজেকে গড়িয়ে দাও।

অধ্যায় দেখুন কপি




মীখা 1:10
7 ক্রস রেফারেন্স  

গাতে সংবাদ দিও না, অস্কিলোনের পথে প্রকাশ করিও না; পাছে পলেষ্টীয়দের কন্যাগণ আনন্দ করে, পাছে অচ্ছিন্নত্বক্‌দের কন্যাগণ উল্লাস করে।


হে আমার জাতির কন্যে, তুমি চট পরিধান কর, ভস্মে লুন্ঠিত হও, একমাত্র পুত্রবিয়োগের জন্য শোকের ন্যায় শোক কর, তীব্র বিলাপ কর; কেননা বিনাশক অকস্মাৎ আমাদের উপরে আসিবে।


আর গৃহ হইতে অস্থি সকল বাহির করণার্থে কোন ব্যক্তির পিতৃব্য, এমন কি, শবদাহকারী, তাহাকে তুলিলে পর অন্তঃপুরস্থ ব্যক্তিকে জিজ্ঞাসা করিবে, এখনও কি তোমার কাছে আর কেহ আছে? সে বলিবে, কেহ নাই। তখন সে কহিবে, চুপ কর; সদাপ্রভুর নাম উচ্চারণ করিবার নহে।


এই জন্য এমন সময়ে বুদ্ধিমান লোক চুপ করিয়া থাকে, কেননা এ দুঃসময়।


সে ধুলাতে মুখ দিউক, তবে প্রত্যাশা হইলে হইতে পারে।


তাহাতে তিনি একখানি খাপরা লইয়া সর্বাঙ্গ ঘর্ষণ করিতে লাগিলেন, আর ভস্মের মধ্যে বসিয়া রহিলেন।


অব্বীম, পারা, অফ্রা,


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন