মীখা 1:10 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)10 তোমরা গাতে এই কথা জ্ঞাত করিও না, একেবারে রোদন করিও না, বৈৎ-লি-অফ্রায় আমি ধূলিতে গড়াগড়ি দিয়াছি। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস10 তোমরা গাতে এই কথা জানিয়ো না, একটুও কান্নাকাটি করো না, বৈৎ-লি-অফ্রায় আমি ধূলিতে গড়াগড়ি দিয়েছি। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ10 গাতে এই কথা জানিও না, একটুও কান্নাকাটি করো না। বেথ-লি-অফ্রাতে ধুলোয় গড়াগড়ি দাও। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)10 গাত শহরে শত্রুদের কাছে প্রকাশ করো না আমাদের শোচনীয় পরাজয়ের কথা, ওদের সামনে করো না অশ্রুপাত, বেৎ-লে-অফ্রায় তোমরা ধূলায় গড়াগড়ি দাও। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)10 তোমার গাতে এ কথা জ্ঞাত করিও না, একেবারে রোদন করিও না, বৈৎ-লি-অফ্রায় আমি ধূলিতে গড়াগড়ি দিয়াছি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল10 একথা গাতে বোলো না। আক্কোতে কেঁদো না। বৈৎ-লি-অফ্রার ধূলোয় নিজেকে গড়িয়ে দাও। অধ্যায় দেখুন |