মালাখি 3:3 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)3 তিনি রৌপ্য-পরিষ্কারক ও শুচিকারক হইয়া বসিবেন, তিনি লেবির সন্তানদিগকে শুচি করিবেন, এবং স্বর্ণের ও রৌপ্যের ন্যায় তাহাদিগকে বিশুদ্ধ করিবেন; তাহাতে তাহারা সদাপ্রভুর উদ্দেশে ধার্মিকতায় নৈবেদ্য উৎসর্গ করিবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস3 তিনি রূপা-পরিষ্কারক ও শুদ্ধিকারক হয়ে বসবেন, তিনি লেবির সন্তানদের পাক-পবিত্র করবেন, সোনার ও রূপার মত তাদের বিশুদ্ধ করবেন; তাতে তারা মাবুদের উদ্দেশে ধার্মিকতায় নৈবেদ্য কোরবানী করবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ3 রুপোকে পরিশোধন ও পবিত্র করার মতো তিনি বসবেন; তিনি লেবীয়দের পবিত্র করবেন এবং তাদের সোনা ও রুপোর মতো পরিশোধন করবেন, যেন তারা পুনরায় সদাপ্রভুর কাছে গ্রহণযোগ্য নৈবেদ্য উৎসর্গ করতে পারে, অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)3 তিনি সংস্কার ও শোধন করবেন এবং লেবির বংশধরদের শুচি করবেন, সোনা ও রূপোর মত তাদের পুড়িয়ে খাঁটি করবেন। তখন তারা প্রভুর উদ্দেশে গ্রহণযোগ্য নৈবেদ্য উৎসর্গ করার যোগ্যতা অর্জন করবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)3 তিনি রৌপ্য-পরিষ্কারক ও শুচিকারক হইয়া বসিবেন, তিনি লেবির সন্তানদিগকে শুচি করিবেন, এবং স্বর্ণের ও রৌপ্যের ন্যায় তাহাদিগকে বিশুদ্ধ করিবেন; তাহাতে তাহারা সদাপ্রভুর উদ্দেশে ধার্ম্মিকতায় নৈবেদ্য উৎসর্গ করিবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল3 রৌপ্যকার যেমন করে রূপো নিখাদ করে তেমন করে তিনি লেবীয় উত্তরপুরুষদের শুদ্ধ করবেন। তিনি সন্তানদের সোনা রূপোর মতো পরিষ্কার করবেন আর তারাই প্রভুকে ঠিক মত নৈবেদ্য উৎসর্গ করবে। অধ্যায় দেখুন |