মালাখি 1:5 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)5 আর তোমাদের চক্ষু তাহা দেখিবে, এবং তোমরা বলিবে, ইস্রায়েলের সীমার বাহিরেও সদাপ্রভু মহীয়ান হউন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস5 আর তোমাদের চোখ তা দেখবে এবং তোমরা বলবে, ইসরাইলের সীমানার বাইরেও মাবুদ মহীয়ান হোন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ5 তোমরা তা নিজের চোখে দেখবে ও বলবে, ‘সদাপ্রভু মহান, এমনকি ইস্রায়েলের সীমার বাইরেও মহান!’ ” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)5 তোমরা স্বচক্ষে এসব দেখবে আর বলবে, ইসরায়েলের সীমার বাইরেও পরমেশ্বরের প্রতাপ অখণ্ড। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)5 আর তোমাদের চক্ষু তাহা দেখিবে, এবং তোমরা বলিবে, ইস্রায়েলের সীমার বাহিরেও সদাপ্রভু মহীয়ান্ হউন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল5 তোমাদের চোখ তা দেখবে এবং তোমরা বলবে, “প্রভু মহান, এমন কি ইস্রায়েলের সীমার বাইরেও!” অধ্যায় দেখুন |