মার্ক 9:2 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)2 ছয় দিন পরে যীশু কেবল পিতর, যাকোব ও যোহনকে সঙ্গে করিয়া বিরলে এক উচ্চ পর্বতে লইয়া গেলেন, আর তিনি তাঁহাদের সাক্ষাতে রূপান্তরিত হইলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস2 ছয় দিন পরে ঈসা কেবল পিতর, ইয়াকুব ও ইউহোন্নাকে সঙ্গে নিয়ে বিরলে একটি উঁচু পর্বতে গেলেন, আর তিনি তাঁদের সাক্ষাতে রূপান্তরিত হলেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ2 ছয় দিন পরে যীশু কেবলমাত্র পিতর, যাকোব ও যোহনকে তাঁর সঙ্গে নিয়ে এক অতি উচ্চ পর্বতে গেলেন। সেখানে কেবলমাত্র তাঁরাই একান্তে ছিলেন। সেখানে তিনি তাঁদের সামনে রূপান্তরিত হলেন। অধ্যায় দেখুনMárk-Likhita Susamácár 1882 (Romanised Bengali)2 nirjane ek ucca parbate gelen, pare táháder sáksháte rúpántar prápta hailen. অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)2 এর ছয়দিন পরে যীশু পিতর, যাকোব ও যোহনকে সঙ্গে নিয়ে নিরালায় এক উঁচু পাহাড়ে গেলেন। তাঁদের সামনেই তাঁর রূপান্তর হল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)2 ছয় দিন পরে যীশু কেবল পিতর, যাকোব ও যোহনকে সঙ্গে করিয়া বিরলে এক উচ্চ পর্ব্বতে লইয়া গেলেন, আর তিনি তাঁহাদের সাক্ষাতে রূপান্তরিত হইলেন। অধ্যায় দেখুন |