মার্ক 8:2 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)2 এই লোকসমূহের প্রতি আমার করুণা হইতেছে; কেননা ইহারা আজ তিন দিবস আমার সঙ্গে সঙ্গে রহিয়াছে, এবং ইহাদের নিকটে খাবার কিছুই নাই। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস2 এই লোকদের প্রতি আমার করুণা হচ্ছে; কেননা এরা আজ তিন দিন আমার সঙ্গে সঙ্গে রয়েছে এবং এদের কাছে কোন খাবার নেই। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ2 “এই লোকদের প্রতি আমার করুণা হচ্ছে; এরা তিন দিন ধরে আমার সঙ্গে আছে এবং এদের কাছে খাওয়ার জন্য কিছুই নেই। অধ্যায় দেখুনMárk-Likhita Susamácár 1882 (Romanised Bengali)2 Ai lokáranyer prati ámár karuná haiteche; kenaná ei tin dibasábadhi táhárá ámár sange áche, o táháder nikaṭe khádya drabya kichui nái. অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)2 এই মানুষগুলির জন্য আমার খুব মায়া হচ্ছে। আজ তিনদিন ধরে এরা আমার সঙ্গে রয়েছে, এদের কাছে খাবার মত কিছুই নেই। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)2 এই লোকসমূহের প্রতি আমার করুণা হইতেছে; কেননা ইহারা আজ তিন দিবস আমার সঙ্গে সঙ্গে রহিয়াছে, এবং ইহাদের নিকটে খাবার কিছুই নাই। অধ্যায় দেখুন |