মার্ক 8:15 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)15 পরে তিনি তাঁহাদিগকে আজ্ঞা করিলেন, সাবধান, তোমরা ফরীশীদের তাড়ীর বিষয়ে ও হেরোদের তাড়ীর বিষয়ে সাবধান থাকিও। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস15 পরে তিনি তাঁদেরকে হুকুম করলেন, সাবধান, তোমরা ফরীশীদের খামির বিষয়ে ও হেরোদের খামির বিষয়ে সাবধান থেকো। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ15 যীশু তাঁদের সতর্ক করে দিলেন, “সাবধান, হেরোদ ও ফরিশীদের খামির থেকে সতর্ক থেকো।” অধ্যায় দেখুনMárk-Likhita Susamácár 1882 (Romanised Bengali)15 Pare tini táhádigake ájná karilen, Sábadhán, tomará Pharíshider máwár bishaye o Heroder máwár bishaye satarka hao. অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)15 যীশু তাঁদের বললেন, সাবধান, ফরিশী আর হেরোদপন্থীদের খামির সম্পর্কে সতর্ক থেকো। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)15 পরে তিনি তাঁহাদিগকে আজ্ঞা করিলেন, সাবধান, তোমরা ফরীশীদের তাড়ীর বিষয়ে ও হেরোদের তাড়ীর বিষয়ে সাবধান থাকিও। অধ্যায় দেখুন |