মার্ক 8:11 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)11 পরে ফরীশীরা বাহিরে আসিয়া তাঁহার সহিত বাদানুবাদ করিতে লাগিল, পরীক্ষাভাবে তাঁহার নিকটে আকাশ হইতে এক চিহ্ন দেখিতে চাহিল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস11 পরে ফরীশীরা বাইরে এসে তাঁর সঙ্গে বাদানুবাদ করতে লাগল, পরীক্ষা করার জন্য তাঁর কাছে আসমান থেকে একটি চিহ্ন দেখতে চাইলো। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ11 ফরিশীরা এসে যীশুকে বিভিন্ন প্রশ্ন করতে লাগল। তাঁকে পরীক্ষা করার জন্য তারা এক স্বর্গীয় নিদর্শন দেখতে চাইল। অধ্যায় দেখুনMárk-Likhita Susamácár 1882 (Romanised Bengali)11 Táháte Pharíshirá báhire ásiyá táṇhár sahit bádánubád karite lágila, bisheshatah paríkshá bhábe táṇhár nikaṭe ákáshe ek abhijnán dekhite cáhila. অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)11 সেখানে ফরিশীরা এসে যীশুর সঙ্গে তর্ক জুড়ে দিল। তারা তাঁকে পরীক্ষা করার জন্য কোন দৈব নিদর্শন দেখতে চাইল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)11 পরে ফরীশীরা বাহিরে আসিয়া তাঁহার সহিত বাদানুবাদ করিতে লাগিল, পরীক্ষাভাবে তাঁহার নিকটে আকাশ হইতে এক চিহ্ন দেখিতে চাহিল। অধ্যায় দেখুন |