মার্ক 6:13 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)13 আর তাঁহারা অনেক ভূত ছাড়াইলেন, ও অনেক পীড়িত লোককে তৈল মাখাইয়া তাহাদিগকে সুস্থ করিলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস13 আর তাঁরা অনেক বদ-রূহ্ ছাড়ালেন ও অনেক অসুস্থ লোকের মাথায় তেল দিয়ে তাদেরকে সুস্থ করলেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ13 তাঁরা বহু ভূত বিতাড়িত করলেন ও অনেক অসুস্থ মানুষকে তেল দিয়ে অভিষেক করে তাদের রোগনিরাময় করলেন। অধ্যায় দেখুনMárk-Likhita Susamácár 1882 (Romanised Bengali)13 Ebaṇg anek anek bhútke cháráila, o anek anek píṛita loker gátre taila mardan kariyá táhádigake sustha karila. অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)13 তাঁরা অনেক ভূত ছাড়ালেন এবং তৈলাভিষেক করে অনেক রোগীকে সুস্থ করলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)13 আর তাঁহারা অনেক ভূত ছাড়াইলেন, ও অনেক পীড়িত লোককে তৈল মাখাইয়া তাহাদিগকে সুস্থ করিলেন। অধ্যায় দেখুন |