মার্ক 5:43 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)43 পরে তিনি তাহাদিগকে এই দৃঢ় আজ্ঞা দিলেন, যেন কেহ ইহা জানিতে না পায়, আর কন্যাটিকে কিছু আহার দিতে আজ্ঞা করিলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস43 পরে তিনি তাদেরকে এই দৃঢ় হুকুম দিলেন, যেন কেউ এই ঘটনার কথা জানতে না পারে, আর কন্যাটিকে কিছু আহার দিতে হুকুম করলেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ43 তিনি তাদের দৃঢ় আদেশ দিলেন, কেউ যেন এ বিষয়ে জানতে না পারে। তারপর তিনি মেয়েটিকে কিছু খাবার খেতে দিতে বললেন। অধ্যায় দেখুনMárk-Likhita Susamácár 1882 (Romanised Bengali)43 Pare ei bishay jena keha ná jánite pái, eman driṛha ájná tini táhádigake dilen, ebaṇg kanyáṭíke kichu áhár dite kahilen. অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)43 যীশু তাদের দৃঢ়ভাবে নিষেধ করলেন যাতে এ ঘটনার কথা কেউ জানতে না পের। তারপর মেয়েটিকে কিছু খেতে দিতে বললেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)43 পরে তিনি তাহাদিগকে এই দৃঢ় আজ্ঞা দিলেন, যেন কেহ ইহা জানিতে না পায়, আর কন্যাটীকে কিছু আহার দিতে আজ্ঞা করিলেন। অধ্যায় দেখুন |