মার্ক 5:39 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)39 তিনি ভিতরে গিয়া তাহাদিগকে কহিলেন, তোমরা কোলাহল ও রোদন করিতেছ কেন? বালিকাটি মরে নাই, ঘুমাইয়া রহিয়াছে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস39 তিনি ভিতরে গিয়ে তাদেরকে বললেন, তোমরা কোলাহল ও রোদন করছো কেন? বালিকাটি মারা যায় নি, ঘুমিয়ে রয়েছে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ39 তিনি ভিতরে প্রবেশ করে তাদের বললেন, “তোমরা এত হৈ হট্টগোল ও বিলাপ করছ কেন? মেয়েটি মরেনি, ও ঘুমিয়ে আছে।” অধ্যায় দেখুনMárk-Likhita Susamácár 1882 (Romanised Bengali)39 Tini bhitare jáiyá táhádigake kahilen, Tomará koláhal o rodan karitecha kena? bálikáṭí mare nái, nidritá áche. অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)39 যীশু বাড়ির মধ্যে গিয়ে তাদের বললেন, বাড়িতে কেন এত কোলাহল, কেনই বা এত কান্নাকাটি? মেয়েটি তো মারা যায়নি, ঘুমাচ্ছে! অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)39 তিনি ভিতরে গিয়া তাহাদিগকে কহিলেন, তোমরা কোলাহল ও রোদন করিতেছ কেন? বালিকাটী মরে নাই, ঘুমাইয়া রহিয়াছে। অধ্যায় দেখুন |