মার্ক 5:20 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)20 তখন সে প্রস্থান করিয়া, যীশু তাহার জন্য যে যে মহৎ কার্য করিয়াছিলেন, তাহা দিকাপলিতে প্রচার করিতে লাগিল; তাহাতে সকলেই আশ্চর্য জ্ঞান করিল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস20 তখন সে প্রস্থান করে, ঈসা তার জন্য যে যে মহৎ কাজ করেছিলেন তা দিকাপলিতে তবলিগ করতে লাগল; তাতে সকলেই আশ্চর্য জ্ঞান করলো। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ20 তখন সে চলে গেল এবং যীশু তার জন্য যা করেছেন, সেকথা ডেকাপলিতে প্রচার করতে লাগল। আর সব মানুষই এতে চমৎকৃত হল। অধ্যায় দেখুনMárk-Likhita Susamácár 1882 (Romanised Bengali)20 Ataeb se prasthán kariyá, Jíshu táhár janye jáhá jáhá kariyáchilen, táhá Dikápalite pracár karite lágila; táháte sakalei áshcarjya jnán karila. অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)20 সে তখন পিরে গেল এবং যীশু তার জন্য যা করেছেন সে কথা ডেকাপলিস অঞ্চলে প্রচার করতে লাগল। এ কথা শুনে সবাই স্তম্ভিত হয়ে গেল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)20 তখন সে প্রস্থান করিয়া, যীশু তাহার জন্য যে যে মহৎ কার্য্য করিয়াছিলেন, তাহা দিকাপলিতে প্রচার করিতে লাগিল; তাহাতে সকলেই আশ্চর্য্য জ্ঞান করিল। অধ্যায় দেখুন |